eaibanglai
Homeএই বাংলায়'সবুজ ঝড়' আটকাতে হিন্দুদের একত্রিত হওয়ার আহ্বান

‘সবুজ ঝড়’ আটকাতে হিন্দুদের একত্রিত হওয়ার আহ্বান

সংবাদদাতা,বাঁকুড়াঃ– এবার ‘হিন্দুত্ব’কে হাতিয়ার করে আগামী বিধানসভা নির্বাচনে দলের নেতা কর্মীদের লড়াইয়ের বার্তা দিলেন বাঁকুড়া জেলা বিজেপির নবনির্বাচিত সভাপতি প্রসিনজিৎ চ্যাটার্জী। শহরের নতুনগঞ্জে দলের জেলা কার্যালয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘একমাত্র বিজেপিই পারে সনাতনী সংস্কৃতিকে রক্ষা করতে’। তাই ‘সবুজ ঝড়’ আটকাতে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে হিন্দুদের একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “২০২৬ কে পাখির চোখ করে হিন্দুত্বকে সামনে রেখেই আমরা এগিয়ে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলেছেন, এটা হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে। সেকারণেই দলে দলে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন।” এই অবস্থায় বিজেপিই এরাজ্যে ক্ষমতায় আসছে বলে তিনি ভবিষ্যদ্বানী করেন।

প্রসঙ্গত দিন আগেই হিন্দু ধর্মালম্বীদের ‘একত্রিত’ হওয়ার ডাক দিয়ে বিজেপির বাঁকুড়া-১ মণ্ডলের পক্ষ থেকে দেওয়াল লিখন করা হয়েছিল এবং শহরের স্টেশন মোড়ে পোষ্টার লাগানো হয়েছিল। এবার দলের নেতা কর্মীদের সে বিষয়ে সরাসরি বার্তা দিলেন বিজেপির জেলা সভাপতি।

অন্যদিকে বিজেপির এই ‘হিন্দুত্ব’ হাতিয়ারকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। বাঁকুড়া জেলা যুব তৃণমূলের সভাপতি রাজীব দে বলেন, “মুখে হিন্দু হিন্দু করছে, কিন্তু গরীবের ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা আটকে রেখেছে। যাদের অধিকাংশই হিন্দু। যতোই হিন্দু হিন্দু করুক ওরা মানুষ ব্যালটে যোগ্য জবাব দেবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments