সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে সরব হল বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব। প্রতিবাদে এদিন বাঁকুড়া-মেদিনীপুর জাতীয় সড়কে বিরাট প্রতিবাদ মিছিলে পা মেলান বিজেপি নেতা কর্মীরা। যার নেতৃত্ব দেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।
প্রসঙ্গত সম্প্রতি দিপু দাস নামে এক হিন্দু শ্রমিক যুবককে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে বাংলাদেশে। যা নিয়ে উত্তাল হয় পড়শি দেশ। যার প্রভাব পড়েছে এদেদেশও। সরকারিভাবে ওই ঘটনার প্রতিবাদ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে ভারত সরকার। এবার ওই ঘটনার রেশ এসে পড়াল বাঁকুড়ার ওন্দায়। বাংলাদেশে একের পর এক হিন্দু নিধনের ঘটনা ঘটলেও সে দেশের সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ বিজেপির। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ সরকারের পাশাপাশি, কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রতিবাদীদের কণ্ঠরোধের অভিযোগ তুলে রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করা হয়।
পথসভার শেষে বিজেপি নেতা-কর্মীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের ছবি লাগানো একটি হোডিংয়ে জুতো মারেন। পরে সেই হোডিং মাটিতে ফেলে সবাই মিলে লাথি মারতে থাকেন।
অন্যদিকে এদিনের এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে জাতীয় সড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী।

















