সংবাদদাতা,বাঁকুড়াঃ– হাতে আর মাত্র কয়েকটা মাস। বছর ঘুরলেই ২৬ এ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সব রাজনৈতিক শিবিরে। বাদ নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের দুর্বলতা খামতি কাটিয়ে সংগঠনকে শক্তিশালী করার প্রস্তুতি চলছে। এরই মধ্যে বৃহঃস্পতিবার বাঁকুড়া ২ নং ব্লকের বিকনায় বিজয়া সম্মিলনীর মঞ্চে বিজেপি সিপিএম ও নির্দল থেকে বহু পরিবার তৃণমূলে যোগ দিলেন। এদের মধ্যে ছিলেন বিজেপি আই টি সেলের নেতা শুভম মুখার্জী। তিনি দাবি করেন বিজেপির কাজ শুধু বিভ্রান্ত ছড়ানো তাই বিজেপি ছেড়ে শাসক দলে যোগ দিলেন।
অন্যদিকে বিরোধী দলের নেতা কর্মীদের দলে যোগদান দলকে আরও শক্তিশালী করল বলে দাবি করেন বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তারাশংকর রায় । যদিও এই দলবদলকে নাটক বলে কটাক্ষ করেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা।

















