সংবাদদাতা,বাঁকুড়াঃ- ইংরেজি নববর্ষের শুরুতেই শুরু হয়ে গেছে ৪১ তম বাঁকুড়া বইমেলার। বইমেলা ও বইমেলায় কবিতা পাঠ ঘিরে রাজনৈতিক তরজা নতুন নয়। এবছর তাতে নতুন সংযোজন বয়স বিতর্ক। প্রসঙ্গত এবছর বইমেলার কবিতা পাঠে কবিদের জন্য নির্দিষ্ট বয়সসীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যা ঘিরে নতুন করে বিতর্কের সূচনা হয়েছে। মাজমাধ্যমের দেওয়াল জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও মতবিরোধ। অনেকেই এই সিদ্ধান্তকে কবিতার স্বাধীনতার পরিপন্থী বলে মনে করছেন।
এই বিতর্কের আবহেই এক অভিনব প্রতিবাদ সামনে এল। কবিতা পাঠের মাধ্যমে প্রতিবাদ। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণের অদূরে বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী কবিতা পাঠের আসর। নবীন সংগঠন ‘কবিতা মঞ্চ’-এর আহ্বানে নানা বয়সের কবিরা এদিন তাঁদের কবিতা পাঠ করেন।
সমালোচনা সত্ত্বেও বাঁকুড়ার বইমেলায় নবীন ও বরিষ্ঠ কবি–সাহিত্যিক, পত্রিকা সম্পাদকদের সমাগম চোখে পড়ার মতো। তাঁদের নতুন সৃজনসম্ভারের সঙ্গে পাঠকের প্রত্যক্ষ সংযোগ ঘটার সুযোগও তৈরি হয় এই মেলায়। যাঁরা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকেও মানুষের লড়াই–সংগ্রামের পাশে থাকার চেষ্টা করেন, তাঁদের কাছে এই মেলা আজও বই ও সৃষ্টির উৎসব হিসেবেই বিবেচিত।


















