eaibanglai
Homeএই বাংলায়কবিতার ছলে ভূগোল শিক্ষা, অভিনব ভাবনায় গ্রন্থ প্রকাশ বাঁকুড়ার শিক্ষকের

কবিতার ছলে ভূগোল শিক্ষা, অভিনব ভাবনায় গ্রন্থ প্রকাশ বাঁকুড়ার শিক্ষকের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার এক শিক্ষকের অভিনব উদ্যোগে প্রকাশিত হল ‘কবিতার ছলে ভূগোল শিক্ষা’ শীর্ষক একটি ব্যতিক্রমী গ্রন্থ। কবিতার ছন্দে ও সহজ ভাষায় ভূগোলের জটিল বিষয়কে উপস্থাপন করে ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যবিষয়কে আরও আকর্ষণীয় ও স্মরণযোগ্য করে তুলতেই এই প্রয়াস।

বাঁকুড়ার গান্ধী বিচার পরিষদের একটি হলে এই গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়। গ্রন্থের রচয়িতা প্রান্তিক পাত্র। তাঁর জন্ম বাঁকুড়া জেলার জামজুড়ি গ্রামে। পেশায় তিনি মগরা উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষক। দীর্ঘ উনিশ বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে ছাত্রছাত্রীদের পাঠদান করে চলেছেন। তাঁর বহু ছাত্রছাত্রী আজ বিভিন্ন প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিষয়ভিত্তিক শিক্ষার পাশাপাশি কবিতা ও গল্প লেখা তাঁর অন্যতম শখ। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চাতেও তাঁর উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। বিষ্ণুপুর ঐকতান আয়োজিত ২০২৫ সালের সারা বাংলা স্বরচিত কবিতা লেখা প্রতিযোগিতায় তিনি চতুর্থ স্থান অধিকার করেন। এছাড়াও তিনি একজন দক্ষ অঙ্কনশিল্পী এবং বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত।

‘কবিতার ছলে ভূগোল শিক্ষা’ গ্রন্থে বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ভূগোল বিষয় কবিতার আকারে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি লাইনে বিষয়বস্তুর ক্রমিক ও সুসংবদ্ধ বিন্যাস থাকায় ছাত্রছাত্রীরা খুব সহজেই পাঠ্যবিষয় মনে রাখতে পারবে। এই বইয়ের মাধ্যমে ভূগোল বিষয়ের প্রতি ছাত্রছাত্রীদের ভীতি দূর করে আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য বলে জানিয়েছেন লেখক। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও এই গ্রন্থ বিশেষভাবে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষা ও সাহিত্যের মেলবন্ধনে রচিত এই গ্রন্থ শিক্ষাক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে বলেই মত শিক্ষামহলের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments