eaibanglai
Homeএই বাংলায়সাপে কামড়ানো কিশোরের চিকিৎসা করলোনা হাসপাতাল, মৃত্যু কিশোরের

সাপে কামড়ানো কিশোরের চিকিৎসা করলোনা হাসপাতাল, মৃত্যু কিশোরের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- সাপে কামড়ানো কিশোরের চিকিৎসা করলোনা হাসপাতাল। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল ১২ বছরের কিশোরের। এমনই মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। মৃত কিশোরের নাম সন্দীপ রানা। ছাতনার সরবেড়িয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে গত মঙ্গলবার দুপুরে ধান জমি দেখতে গিয়েছিল সরবেড়িয়া গ্রামের বাসিন্দা বছর বারোর সন্দীপ। সেখানে তাকে বিষধর সাপে কামড়ায়। সাপে কামড়েছে বুঝতে পেরে বুদ্ধি করে বাড়ি না গিয়ে কাছেই ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যায় সন্দীপ। কিন্তু অভিযোগ হাসপাতাল তার চিকিৎসা না করে অভিভাবককে ডেকে আনার জন্য বলে। দমে না গিয়ে ওই অবস্থাতেই বাড়ি গিয়ে অভিভাবকদের নিয়ে ফের হাসপাতালে যায় ওই কিশোর। কিন্তু দুর্ভাগ্যবশত সেবারও তার চিকিৎসা করতে রাজি হননি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। অভিযোগ তিনি দাবি করে সন্দীপকে সাপে কামড়ায়নি বরং কোনো কাঠি বা অন্যকিছুর খোঁচা লেগেছে। যদিও অভিভাবকের জোরাজুড়িতে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর দ্রুত সন্দীপকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার বিকেলে বারো বছরের সন্দীপের মৃত্যু হয়।

এদিকে এদিন রাতে দেহ ময়নাতদন্তের পর বাড়ি নিয়ে যাওয়ার পথে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছয় মৃতের পরিবার পরিজন ও আত্মীয় প্রতিবেশীরা। তারা চিকিৎসার গাফিলতিতে কিশোরের মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাকে ঘিরে উত্তেজনার পরিবেশ তৈরি হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ছাতনা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মৃত কিশোরের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments