সংবাদদাতা,বাঁকুড়াঃ- রবিবার ভোরে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার শালবেদিয়া গ্রাম সংলগ্ন ফুলবেড়িয়া- দেশুরিয়া রাস্তার ধার থেকে দুই যুবকের দেহ উদ্ধার হল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এদিন। পুলিশ সূত্রে জানা গেছে মৃত দুই যুবকের নাম দেবাশিস মণ্ডল(২৫) ও বাপ্পা মাজি(২৫) । দুজনেই শালতোড়া থানার কাঁটাবাইদ গ্রামের বাসিন্দা।
এদিন ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন গঙ্গাজলঘাটি থানার শালবেদিয়া গ্রামের মানুষজন। তাঁরাই বিষয়টি লক্ষ্য করেন। রাস্তার ধারে স্তূপ করে রাখা ইটের পাশে দুই যুবক ও অদূরে একটি বাইক পড়ে থাকতে দেখে তড়িঘড়ি থানায় খবর দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে কাঁটাবাইদ গ্রামে খবর গেলে মৃত দুই যুবকের পরিবার অমরকানন গ্রামীণ হাসপাতালে গিয়ে তাঁদের শনাক্ত করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক জেলার বাইরে কাজ করতেন। সম্প্রতি তাঁরা গ্রামে ফিরেছিলেন। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ দুই বন্ধু একটি বাইকে বেরিয়ে যায়। রাতে আর তাঁরা বাড়িতে ফেরেনি। পরের দিন তাঁদের দেহ উদ্ধার হয়।
মর্মান্তিক এই ঘটনায় একদিকে যেমন গ্রামে শোকের ছায়া নামে অন্যদিকে কীভাবে দুই যুবকের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বাঁধে।
যদিও পুলিশের প্রাথমিক অনুমান বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যুবকদের বাইক ইটের স্তূপে ধাক্কা মারে এবং দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।





