শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- বুধবার সকাল ১১ টা নাগাদ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল ৩ টি খড়ের পালুই। ঘটনার ছাতনার ঝগড়াপুর গ্রামের নামোপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার জঙ্গলের ঝরা পাতার আগুন থেকেই তা ছড়িয়ে পড়ে খড়ের পালুইয়ে। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে ৩ টি খড়ের পালুইকে। ঘটনাস্থলে উপস্থিত হয় একটি দমকলের ইঞ্জিন ও ছাতনা থানার পুলিশ। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগায়। দীর্ঘক্ষণ আগুন জ্বলার পর সন্ধ্যা নাগাদ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন দমকল কর্মী ও স্থানীয়রা। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।





