সংবাদদাতা,বাঁকুড়াঃ- কাটারি দিয়ে কুপিয়ে অসুস্থ বৃদ্ধ স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের কাঁটাপাহাড়ি গ্রামে। মৃত ব্যক্তির নাম জিতেন মাল (৬০)। তাঁর স্ত্রী অভিযুক্ত মায়া মালকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে জিতেন মাল বহু দিন ধরে অসুস্থ ছিলেন। এরই মধ্যে বুধবার দুপুরে তাঁর সঙ্গে স্ত্রী মায়া মালের বাদানুবাদ শুরু হয়। সেই সম হঠাৎ করে কাটারি নিয়ে স্বামীর উপর চড়াও হন মায়া এবং তাঁর গলা কেটে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতেন মালের। ওই ঘটনায় মায়ের বিরুদ্ধে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতির ছেলে উজ্জল মাল। সেই অভিযোগের ভিত্তিতে মায়া মালকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ছাতনা থানার পুলিশ।





