সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার আর.জি কর প্রসঙ্গ উঠে এল হিন্দি সমাজের প্রধান উৎসব ছট পুজোতেও। এদিন বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে ঊষালগ্নে ছট পুজো উপলক্ষ্যে উদীয়মান সূর্য আরাধনায় মেতেছিলেন ভক্তরা। সেই ভক্তদের একাংশের দাবি তাঁরা আর.জি কর কাণ্ডের দোষীদের দ্রুত বিচার চেয়ে প্রার্থনা করেছেন এদিনের পুজোয়।
প্রসঙ্গত এদিন সূর্যোদয়ের আগে থেকেই ছট পূজা উপলক্ষ্যে গন্ধেশ্বরী নদী সংলগ্ন এলাকা জুড়ে ছিল সাজো সাজো রব। নারকেল, কলা, ঠেকুয়া, ফুল, মালা সহ অন্যান্য উপাচার দিয়ে সূর্যদেবের পূজোয় অংশ নিয়েছিলেন শত শত মানুষ। পুজো শেষে পুজোয় অংশ নেওয়া কয়েক জন জানান, তাঁরা সূর্য দেবতার কাছে সকলের সুখ-সমৃদ্ধি কামনা তো করেইছেন, পাশাপাশি আর.জি করের ঘটনার বিচারের প্রার্থণাও জানিয়েছেন।