সংবাদদাতা,বাঁকুড়াঃ- চিকিৎসার গাফিলতি ও নার্সের অমানবিক আচরণে প্রসবকালে শিশুরমৃত্যুর অভিযোগ খাতড়া মহকুমা হাসপাতালে। রোগীর আত্মীয়দের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
জানা গেছে বুধবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রসূতিকে। অভিযোগ, কর্মরত নার্স প্রসব যন্ত্রণা থাকা সত্ত্বেও প্রসূতিকে প্রসব করানোর কক্ষ থেকে বের করে দেন। বাধ্য হয়ে প্রসূতি বিভাগের বারান্দায় যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই মহিলা। এমনকি সেখানেই শিশুটি জন্ম নিতে শুরু করে। পরিবারের লোকজন ডাক্তার ও নার্সদের বারবার ডাকার পরও কেউ এগিয়ে আসেনি। পরে এক নার্স জোর করে মহিলার পা চেপে ধরে শিশুটিকে বার করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত মৃত অবস্থায় গর্ভস্থ শিশুকে বের করা হয়। শুধু তাই নয়, পরিবারের দাবি, ওই মহিলাকে প্রসবকালীন সময় মারধরও করা হয় এবং আত্মীয়দের সঙ্গেও নার্সরা দুর্ব্যবহার ও অশালীন ভাষা প্রয়োগ করেন। অন্য রোগীরাও কর্মরত নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ করেছেন।
ঘটনার পরই ক্ষুব্ধ পরিবারের লোকজন অবিলম্বে অভিযুক্ত নার্সের শাস্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে খাতড়া টাউন রাঢ়বঙ্গ বাউরী সমাজ সংগঠনের সদস্যরাও হাসপাতালে পৌঁছায়। তাঁরা মৃত শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। শেষে খাতড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনায় খাতড়া মহকুমা হাসপাতালের সুপার বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।





