সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে এসআইআর আবহে বড়জোড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন তা নিয়ে উৎসাহ ছিল সকলের। মঙ্গলবার বড়জোড়ায় দলীয় সভা থেকে এসআইআর নিয়ে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ থেকে নির্বাচন কমিশনের ডিজি আইটি সীমা খন্নাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের বিএলএদের কড়া অবস্থানের বার্তা দিলেন।
প্রসঙ্গত এদিন বাঁকুড়া, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান এবং দুর্গাপুর সাংগঠনিক জেলার সভা ছিল বড়জোড়ায়। সেই সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের না করে বলেন, “একজন দুঃশাসন এসেছেন বাংলায়। ভোট এলে, দুর্যোধন-দুঃশাসনরা আসেন। ওঁদের চোখে দেখবেন, দু’চোখে দেখলেই আতঙ্ক হবে। এই বুঝি কিছু ক্ষতি করতে এল রে। দুঃশাসনবাবু এসেছেন, শকুনি মামার চ্যালা। যেমন তাঁরা ঘুরে বেড়াচ্ছেন আর বলে বেরাচ্ছেন, বাংলায় দেড় কোটি মানুষের নাম বাদ যাবে। কেন ? সারা সারাজীবন বাংলায় থেকেছেন, বাংলার ভোটার।” পাশাপাশি নাম না করে কমিশনের ডিজি আইটি সীমা খন্নাকে নিশানা করে বলেন,‘‘এআই দিয়ে এসআইআরে নাম বাদ দেওয়া হচ্ছে। বিজেপির আইটি সেলের এক জন এটা করাচ্ছেন। রাজ্যের আধিকারিকেরা কিছু জানতেই পারছেন না। এটা একটা বড় কেলেঙ্কারি।’’
এদিন তাঁর দীর্ঘ বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল বিজেপি ও নির্বাচন কমিশনের বিরোধীতা। এছাড়া দলের বি.এল.এ-দের উদ্দেশ্যে এদিন তিনি বলেন, “এখন কোন পিকনিক নেই’, এক জন ভোটারেরও নাম যেন বাদ না যায় তা নিশ্চিত করতে হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ৫০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া। আশঙ্কা আরও অনেকের নাম বাদ যেতে পারে!
অন্যদিকে,আগামী নির্বাচনের স্লোগানও এদিনের সভা থেকে জানিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এ বারও খেলা হবে। সেই খেলার নাম হবে ফাটাফাটি। ফাটাফাটি খেলা হবে। কেউ ভয় পাবেন না। দলের কর্মীরা আমাদের সম্পদ। তাঁদের বলব, শক্তিশালী হয়ে ঘুরুন।’’

















