সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাইক স্টান্টের নেশা, প্রাণ কেড়ে নিল কলেজ পড়ুয়ার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মুকুটমণিপুরে। মৃত ছাত্রের নাম মনোজিৎ মাহাতো, বয়স ২১ বছর। বাড়ি রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে।
স্থানীয় সূত্রে জানা গেছে রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন মনোজিৎ। রবিবার সে রাইপুরের হলুদকানালীতে মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গে মুকুটমণিপুর বেড়াতে যায় ওই ছাত্র। সেখানে জলাধারের ধারের রাস্তায় বাইক নিয়ে দ্রুত গতিতে স্টান্ট করছিল সকলে মিলে। প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গার্ডওয়ালে ধাক্কা মারে মনোজিৎ-এর বাইক। বাইকটি দ্রুত গতিতে থাকায় ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে সে বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায়। মাথায় ও মুখে গুরুতর চোট লাগে। স্থানীয়দের দাবি ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কলেজ পড়ুয়ার।
অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


















