eaibanglai
Homeএই বাংলায়বর্ষবরণে রঙিন শিউলিবনা, দেওয়ালচিত্রে ফুটে উঠছে আদিবাসী সংস্কৃতি

বর্ষবরণে রঙিন শিউলিবনা, দেওয়ালচিত্রে ফুটে উঠছে আদিবাসী সংস্কৃতি

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- বর্ষবরণ ও বাদনা পরবকে সামনে রেখে রঙ-তুলির আঁচড়ে সেজে উঠছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে অবস্থিত শিউলিবনা গ্রাম। নতুন বছরকে স্বাগত জানাতে গ্রামবাসীরা নিজেদের বাড়ির দেওয়াল রাঙিয়ে তুলছেন নানা দেওয়ালচিত্র। সেই সব ছবিতে ফুটে উঠছে আদিবাসী সমাজের জীবনযাপন, লোকসংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যের নানা অনুষঙ্গ। গ্রামবাসীদের কথায়, এটি তাঁদের বহু প্রাচীন রীতি। বর্ষবরণের আগে নিজেদের বাড়ির দেওয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে প্রকৃতি ও নতুন বছরকে স্বাগত জানান তারা। বিশেষ করে বাদনা পরবকে কেন্দ্র করেই এই প্রস্তুতির মূল পর্ব শুরু হয়।

অন্যদিকে রঙিন দেওয়ালচিত্রে সেজে ওঠা এই গ্রাম এখন নজর কেড়েছে পর্যটকদেরও। শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসা বহু মানুষ এই সুসজ্জিত গ্রাম দেখতে ভিড় জমাচ্ছেন। আদিবাসী সংস্কৃতির এমন স্বতঃস্ফূর্ত ও জীবন্ত প্রকাশে মুগ্ধ পর্যটকরাও। বর্ষবরণের আনন্দে ঐতিহ্য ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে শিউলিবনার এই রঙিন উদ্যোগ এখন বাঁকুড়া জেলার পর্যটনে অন্যতম আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments