শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়ে গেল বাঁকুড়ার আগামী ডান্স একাডেমির বসন্ত অনুষ্ঠান। এ বছর নবম বর্ষে পদার্পণ করল এই একাডেমি। বসন্তের প্রায় শেষ লগ্নে বাঁকুড়ার কমরার মাঠ স্বাস্থ্য অনুশীলন কেন্দ্রের মাঠে অভিনব ভাবে সাজিয়ে তোলা মঞ্চে মন মাতানো অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব আয়োজিত হলো। ধামসা মাদলের তালে সাঁওতালি নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অতিথিবরণ পর্ব সারার পর একাডেমির প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর বিভিন্ন আঙ্গিকের নাচের উপস্থাপনা নজর কাড়ে দর্শকদের। এছাড়াও কলকাতা থেকে আগত স্পটলাইট, অর্পিতা মিউজিক স্কুল, ছাতনা মুক্তাঙ্গন, আলাপ ও অরিজিৎ, সপ্ততরী মিউজিক একাডেমি সহ জেলা ও জেলার বাইরের মোট দশ’টি সংস্থার নৃত্য, সংগীত, ও কবিতার জমজমাট সন্ধ্যা উপভোগ করে দর্শকরা।
এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর থানার আইসি সুজয় টুঙ্গা। আগামী ডান্স একাডেমির কর্ণধার জানান, শতাধিক শিল্পীদের নিয়ে মন ভালো করা অনুষ্ঠান দর্শকদের উপহার দিতে পেরে প্রতিবছরের মতো এই বছরেও তাঁদের এই আয়োজন সার্থক।





