সাধন মন্ডল, রাণীবাঁধ, বাঁকুড়া-: গত ২১ শে মে সন্ত্রাস বিরোধী দিবসে পশ্চিমবঙ্গ রাজ্য ‘প্রতিবন্ধী সম্মিলনী’র বাঁকুড়ার রাণীবাঁধ ব্লক কমিটির উদ্যোগে রাণীবাঁধ সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে আট দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওেয়া হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সমস্ত বিশেষ চাহিদা সম্পন্নদের অন্তোদ্যয় র্যাশন কার্ডের মাধ্যমে র্যাশন ব্যবস্থা চালু করা, শংসাপত্র পেতে হয়রানি বন্ধ করা, প্রতিটি ব্লকে বিশেষ চাহিদা সম্পন্নদের শনাক্তকরণ শিবিরের আয়োজন করা ইত্যাদি। পাঁচ শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। এদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মত।
বাঁকুড়া জেলা ‘প্রতিবন্ধী সম্মীলনী’র সভাপতি বাদল রুইদাস বলেন, নানান কারণে বিশেষ চাহিদা সম্পন্নরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত ও উপেক্ষিত থেকে যাচ্ছেন। আবাস যোজনায় প্রকৃত প্রাপকরা ঘর বা অন্তোদ্যয় কার্ডের মাধ্যমে র্যাশন পাচ্ছেন না। অথচ তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে মান্যতা দিয়ে বিশেষ চাহিদা সম্পন্নদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়ার দাবিতে আমরা বিডিওর হাতে এই স্মারক লিপি তুলে দিলাম। তার দাবি, বিডিও দাবিগুলির তার পক্ষে যতটা মেটানো সম্ভব তিনি মেটাবার চেষ্টা করব বলে আশ্বাস দেন এবং বাকিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলেন।





