eaibanglai
Homeএই বাংলায়মহাদেবের প্রেমে দণ্ডী কেটে ৪০ কিলোমিটার যাত্রা

মহাদেবের প্রেমে দণ্ডী কেটে ৪০ কিলোমিটার যাত্রা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- শুরু হয়ে গেছে মহাদেবের মাস শ্রাবণ মাস। যা হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভগবান শিবের প্রিয় মাস হিসেবে বিবেচিত। দিকে দিকে শিবভক্তরা বাঁকে জল নিয়ে মাহাদেবকে জলাভিষেক করার জন্য ছুটে চলেছেন। বাঁকুড়ার মালিয়াড়া গ্রামের যুবক সুমন দত্তও বাবার টানে চলেছেন, তবে বাঁকে জল নিয়ে নয়, দণ্ডী কেটে। শুশুনিয়া পাহাড় থেকে ফুলজামের রাজরাজেশ্বর মহাদেবের মন্দির পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পথ দণ্ডী কেটে অতিক্রম করছেন বাবার এই ভক্ত।

গত শনিবার শুশুনিয়া পাহাড় থেকে যাত্রা শুরু করেছেন সুমন। প্রতিদিন গড়ে ছয় থেকে সাত কিলোমাটার পথ দণ্ডী কেটে অতিক্রম করছেন বাবার প্রেমে পাগল বাঁকুড়ার এই যুবক। আর তাঁকে সঙ্গ দিতে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর বাবা-মা, স্ত্রী ও পরিজনেরা। টানা পাঁচ দিন ধরে ছেলের সাথে সাথে পায়ে হেঁটে পথ অতিক্রম করছেন যুবকের পরিবারও। আগামী কাল শুক্রবার ফুলজামের রাজরাজেশ্বর মহাদেবের মন্দির বাবার মাথায় জল ঢেলে যাত্রা সাঙ্গ করবেন বাবার এই ভক্ত।

কিন্তু কি উদ্দেশ্যে এই কঠিন যাত্রা? প্রশ্নের উত্তরে সুমন জানালেন কোনো ব্যক্তিগত কারণ নেই। শুধু বাবাকে ভালোবেসে জগতের মঙ্গল কামনায় এই সাধন পথ বেঁছে নিয়েছেন। পাশাপাশি সুমনের বার্তা ,”আমি যদি ৪০ কিমি দণ্ডী কেটে যেতে পারি, সবাই আরও বৃহৎ ও মহৎ কাজ করতে পারবে বলেই আমার আশা। শুধু মনে সদিচ্ছা নিয়ে এগিয়ে পড়তে হবে। বাকিটা বাবার ইচ্ছায় হয়ে যাবে।”

অন্যদিকে সুমনের জন্মদাত্রীর কাছে ছেলের বিষয়ে জানতে চাওয়া হলে দুচোখের ধারা তাঁর বাকরুদ্ধ করে। তার মাঝেই তিনি বলে চলেন, “এমন ছেলের জন্ম দিতে পেরে আমি ধন্য। আমার খুব গর্ব অনুভব হচ্ছে। ও ছোট থেকেই বাবাকে ছাড়া কিছু জানে না। প্রতিদিন সকালে স্নান করে পুজো করে তবে অন্য কাজ করে।”

এদিকে সুমনের এই তপস্যামূলক যাত্রার খবর ছড়িয়ে পড়তেই পথে পথে সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্মপ্রাণ ব্যক্তি সকলেই তাকে স্বাগত জানাতে ছুটে যাচ্ছেন। শিবভক্তকে কেউ জল দিয়ে হাত-পা ধুইয়ে দিচ্ছেন, কেউ ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানাচ্ছেন। কেউ আবার নতুন পোশাক উপহার দিয়ে তার এই উদ্যোগকে সম্মান জানাচ্ছেন। পাশাপাশি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সুমন যেন নির্বিঘ্নে তাঁর তপস্যায় সফল হয় সেই কামনাও করছেন সকলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments