eaibanglai
Homeএই বাংলায়বর্ষায় ডায়রিয়ার প্রকোপ, মৃত্যু এক মহিলার

বর্ষায় ডায়রিয়ার প্রকোপ, মৃত্যু এক মহিলার

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বর্ষায় ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়ার আক্রান্ত হয়ে মৃত্যু এক মহিলার। বর্তমানে বহু মানুষ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের অন্তর্গত দুর্লভপুরের লোহার পাড়া এলাকায়।

জানা গেছে গত পরশু দিন থেকে গ্রামে শুরু হয়েছে ডায়রিয়ার প্রকোপ। খবর পেয়ে এলাকায় পৌঁছেছে গঙ্গাজলঘাটি ব্লক প্রসাশন, স্থানীয় জনপ্রতিনিধিরা, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সদস্য এবং সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। বসানো হয়েছে স্বাস্থ্য শিবির। আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা এবং পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকার জল ও খাদ্য গ্রহণে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এই ঘটনায় গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছে স্থানীয় লটিয়াবনী গ্রাম পঞ্চায়েত এবং দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের উদ্যোগে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কীটনাশক স্প্রে, ব্লিচিং পাউডার এবং সাবান বিতরণ করা হয়।

ব্লক প্রসাশনের তরফে জানানো হয়েছে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments