সংবাদদাতা,বাঁকুড়াঃ- একটি নিম্নচাপের গেরো কাটতে না-কাটতেই, আবার নতুন করে নিম্নচাপের চোখ রাঙানি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সীমান্ত লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সোমবারই সাগরের বুকে ওই নিম্নচাপ অঞ্চলটি তৈরি হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গে আরও কয়েক দিন দুর্যোগ চলতে পারে।
এদিকে বাংলা ক্যালেন্ডার বলছে শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস পড়ে গেছে। যদিও বৃষ্টির বিরতি নেই। একের পর এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ক্রমান্বয়ে লাগাতার বৃষ্টি চলছে। এর জেরে অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে চলতি বছরে বাঁকুড়া জেলা বৃষ্টির নয়া রেকর্ড গড়েছে। গত তিন মাসে একের পর এক নিম্নচাপের জেরে জেলার দক্ষিণাংশ দিয়ে প্রবাহিত শিলাবতী নদীর একের পর এক সেতু বারবার জলের তলায় তলিয়ে গেছে। চলতি সপ্তাহেও একই ঘটনার পূনরাবৃত্তি হলো। শুক্রবার থেকে জলের তলায় লক্ষীসাগর-বাঁকুড়া ভায়া হাড়মাসড়া রাস্তার উপর সিমলাপালের পাথরডাঙ্গা কজওয়ে। ফলে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় সম্পূর্ণ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।
অন্যদিকে সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর শিলাবতী নদীর সিমলাপালের সেতু প্রায় ছুঁয়ে ফেলেছে নদীর জল। ওই এলাকার জড়িষ্যা সংলগ্ন খালের সেতুর উপর দিয়ে জল বইতে থাকায় খাতড়া-সিমলাপাল ভায়া লক্ষীসাগর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। প্রশাসনের তরফে ওই সেতু দিয়ে আপাতত যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।




