সংবাদদাতা,বাঁকুড়াঃ- বনদপ্তরের আশ্বাসই সার! হাতির হানা অব্যাহত বাঁকুড়ায়। এবার দলছুট দাঁতাল তাণ্ডব চালালো উত্তর বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কাপিষ্টা এলাকায়। শনিবার রাতে কাপিষ্ঠা ,শালবেদিয়া,মদনপুর সহ একাধিক গ্রামে একটি দাঁতাল তাণ্ডব চলায়। কোথাও বাড়ির দরজা ভেঙ্গে ঘরের চাল, ধান সাবাড় করে জিনিসপত্র তছনছ করে, আবার কারুর বাড়ির পাঁচিল ভাঙ্গে, বাদ যায়নি রেশন ডিলারের দোকান। পাশাপাশি নষ্ঠ করেছে মাঠের ফসল।
রাতভর হাতির তাণ্ডবে অতিষ্ঠ এলাকার মানুষজন। কেউ কেউ কোনোক্রমে গজরাজদের হাত থেকে প্রাণ রক্ষা পেয়েছেন । স্থানীয়দের অভিযোগ বারংবার হাতির আক্রমণ চলছে এলাকায়। হাতির ভয়ে মানুষ ভীত এবং সন্ত্রস্ত। বনদপ্তরে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি।
যদিও বনদপ্তর সূত্রে জানা গেছে দলছুট এই হাতিটিকে এলাকা থেকে সড়ানোর চেষ্টা চলছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। এখন কবে হাতির তাণ্ডব থেকে মুক্তি মিলবে তারই আশায় প্রহর গুনছেন এলাকার মানুষজন।





