সংবাদদাতা,বাঁকুড়াঃ- হাতির তাণ্ডবে ভেঙে পড়েছে কৃষিজীবন। অথচ নীরব বনদপ্তর। এমনই অভিযোগে বন আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিট অফিসের অন্তর্গত গোস্বামীপুর গ্রামের।
স্থানীয় চাষীরা জানান ধারদেনা করে চাষ করেছিলেন। কিন্তু হাতির তাণ্ডবে বিঘার পর বিঘা জমির আলু, গম ও সরিষা সহ একাধিক ফসল তছনছ হয়ে গিয়েছে। মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে পড়ে রয়েছে। এবার ঋণ শোধ করবেন কীভাবে,সেই চিন্তায় দিশেহারা এলাকার কৃষক পরিবারগুলি।
এদিকে এই পরিস্থিতিতে ক্ষতিপূরণ তো দূরের কথা, বনদপ্তরের তরফে কোনো রকম সহযোগিতা মিলছে না বলেই অভিযোগ। গ্রামবাসীরা সরাসরি বনদপ্তর ও সংশ্লিষ্ট রেঞ্জারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “বারবার জানানো সত্ত্বেও হাতি তাড়ানোর ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। রাতের পর রাত আতঙ্কে কাটছে, অথচ বনদপ্তর সম্পূর্ণ নিষ্ক্রিয়।”
তবে শুধু গোস্বামীপুর নয়, আশপাশের একাধিক গ্রামেও একই পরিস্থিতি। লাগাতার হাতির হামলায় কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কৃষকরা দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বনদপ্তরের কাছে অবিলম্বে স্থায়ী ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।


















