eaibanglai
Homeএই বাংলায়এনুমারেশন ফর্ম বিলি পঞ্চায়েত সদস্যার স্বামীর, বিতর্ক

এনুমারেশন ফর্ম বিলি পঞ্চায়েত সদস্যার স্বামীর, বিতর্ক

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার সারেঙ্গারয় এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

বিজেপির রাইপুর মণ্ডল-৪ সভাপতি সুমন ব্যানার্জীর অভিযোগ, তৃণমূলের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা প্রতিমা লোহারের স্বামী সারেঙ্গার সিং পাড়া ১৩৭ নম্বর বুথের এনুমারেশন ফর্ম বিলি করছেন এলাকার বাড়ি বাড়ি ঘুরে। কিন্তু ওই ফর্ম তো বিএলও-র দেওয়ার কথা। কি করে ওই ফর্ম তৃণমূল নেতা র হাতে গেল এবং সংশ্লিষ্ট বিএলওর ভূমিকায় নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

যদিও সংশ্লিষ্ট বিএলও-র দাবি, তিনি নিজে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। এমনকি ফর্ম বিলি করতে যাওয়ার আগে সমস্ত রাজনৈতিক দলের বিএলএদের ফোন করে জানাচ্ছেন। তবে যখন কখনও কখনও বাড়ির দরজায় রেজিষ্টার সারছিলেন তখন সঙ্গে থাকা বিএলএ-২ ওই তৃণমূল নেতা চিন্ময় লোহার শুধুমাত্র ফর্মটা বাড়িয়ে দিয়েছেন বলেই দাবি করেছেন বিএলও।

অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত সদস্যার স্বামী চিন্ময় লোহারও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি শুধু বিএলও-র হাত থেকে ফর্ম নিয়ে ওই ভোটারের হাতে দিয়েছি। এর মধ্যে অন্য কিছু নেই, এটা যদি আমার অপরাধ হয় তাহলে বলার কিছু নেই।” এর বাইরে তিনি কিছু করেননি বলে দাবি করেন।

এদিকে তৃণমূল নেতৃত্বও কোন ভুল দেখছেন না এই ঘটনায়। তৃণমূল বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্ম্মু বলনে, “বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মানুষকে সাহায্য করা তাঁদের নীতিগত ও রাজনৈতিক দায়িত্ব। বিজেপি মানুষকে ভয় দেখানোর রাজনীতি করছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments