সংবাদদাতা,বাঁকুড়াঃ– পরীক্ষা কেন্দ্রে পৌঁছে অসুস্থ হয়ে পড়া এক মাধ্যমিক পরীক্ষার্থীর হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল প্রশাসন। ঘটনা বাঁকুড়ার খাতড়া মহকুমা এলাকার।
জানা গেছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী নাম সুপ্রিয়া সোরেন। সে কাঁকড়াদাড়া হাই স্কুলের ছাত্রী। তার বাড়ি দহলা অঞ্চলের দাতারামপুর গ্রামে। কাঁকড়াদাড়া হাই স্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষার সিট পড়েছে খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছে গেলেও পরীক্ষা শুরুর আগেই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। পেট ব্যথার উপসর্গ নিয়ে তাকে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি অতি দ্রুততার সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেখানেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে।
অন্যদিকে খবর পেয়ে হাসপাতালে যান খাতড়ার বিডিও দেবজিৎ দাস। পুরো বিষয়টি খতিয়ে দেখে তিনি জানান, হাসপাতালের বেডে বসে যাতে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা।





