eaibanglai
Homeএই বাংলায়ছাতনার দলপুর আশ্রমে ১৫০ কৃষককে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হলো

ছাতনার দলপুর আশ্রমে ১৫০ কৃষককে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হলো

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- বাঁকুড়া খরাপ্রবন এলাকা। খরাপ্রবন এলাকা হলেও সারা বছরই বিভিন্ন কৃষি কাজের সঙ্গে যুক্ত থাকেন কৃষকেরা। বিভিন্ন ফসল ফলিয়ে থাকেন কৃষিকাজের সঙ্গে যুক্ত এলাকার মানুষজন। কৃষকদের সুবিধার্থে শুক্রবার দলপুর আশ্রমে ICAR ও জাতীয় পাদপ আনুবংশিক সংশোধন ব্যুরো এবং দলপুর আশ্রমে যৌথ উদ্যোগে এক বিশেষ কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে চাষীদের কৃষিকাজ সম্পর্কে বিশেষ কর্মশালা এবং কৃষিজ যন্ত্রপাতি ও শাকসবজি বীজ প্রদান করা হয়। ছাতনা, ইন্দপুর, বাঁকুড়া ১ নং ব্লকের অন্তর্গত মোট ১৫০ জন কৃষক এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলপুর আশ্রমের মহারাজ স্বামী মাধবানন্দ সরস্বতী, ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল, ডঃ স্মিতা লেঙ্কা, ডঃ দীপ্তি পানি, দীপু সরকার সহ বিশিষ্ট জনেরা। দলপুর আশ্রম এ কৃষকদের নিয়ে এই বিশেষ কর্মশালায় উপস্থিত থাকতে পেরে এবং এই কৃষি যন্ত্রপাতি ও বীজ পেয়ে খুশি কৃষকেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments