সংবাদদাতা,বাঁকুড়াঃ- আগামী ৬ এপ্রিল রাম নবমী। তার আগে দেশ জুড়ে প্রস্তুতি চলছে রাম নবমীর শোভাযাত্রার। এদিকে আগামী ২৬ শের বিধানসভার ভোটকে সামনে রেখে হিন্দুত্ব ভোট সংগঠিত করতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে এবার সরাসরি বিজেপির উদ্যোগে রামনবমীর কোনো শোভাযাত্রা না হলেও রাজ্য জুড়ে প্রায় ২০০০-এরও বেশি মিছিল আয়োজন করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এর মতো হিন্দু সংগঠনগুলি। রাজ্যের সমস্ত ব্লকে শোভাযাত্রার প্রস্তুতি চলছে। বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা দাবি করেন, এই শোভাযাত্রা হবে “বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা” এবং টিএমসির “তুষ্টিকরণের রাজনীতির” বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ সীমান্তের এপারে মানুষের চোখ খুলে দিয়েছে। যদি আমরা এখনই এর প্রতিরোধ না করি, তাহলে তৃণমূলের তোষণের রাজনীতির কারণে বাংলাতেও হিন্দুদের সঙ্গে একই ধরণের ঘটনা ঘটতে পারে”।
এদিকেই এই প্রস্তুতির মধ্যেই পুলিশের বিরুদ্ধে গৈরিক ধ্বজা খোলা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে বাঁকুড়ার খাতড়া শহরে। শোভাযাত্রার আগে টাঙানো গৈরিক ধ্বজ খুলে ফেলার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে খাতড়া রামনবমী শোভাযাত্রা সমিতি। মঙ্গলবার সন্ধ্যায় সমিতির পক্ষ থেকে খাতড়া বাজারের ইন্দপুর সিআই অফিসের সামনে সমিতির সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, অন্যান্য রাজনৈতিক দলের মত তারাও ইন্দপুর সিআই অফিসের বাউন্ডারির দেওয়ালে গৈরিক পতাকা লাগিয়েছিলেন, অথচ পুলিশ তা সরিয়ে দিয়েছে। বিক্ষোভকারীরা প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে স্লোগান তোলেন ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
অন্য়দিকে পুলিশ জানিয়েছে, সরকারি অফিসের সীমানা প্রাচীরে (ইন্দপুর সিআই কম্পাউন্ড) অনুমতি না নিয়ে পতাকা টাঙানো যায় না। কোনোরকম অনুমতি ছাড়া রাতের অন্ধকারে পতাকা লাগানো হয়েছিল, তাই তা খুলে ফেলা হয়েছে।





