সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঙালির সংস্কৃতির সঙ্গে যেন একাঙ্গ হয়ে গেছে ফুটবল। ফুটবল নিয়ে বাঙালির উচ্ছ্বাস আবেগ সর্বজন বিদিত। আর শীতকাল মানেই গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে ফুটবল টুর্নামেন্ট। বাঁকুড়া জেলাও তার ব্য়তিক্রম নয়। উত্তর বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট দুর্লভপুর তারা মা সংঘের পরিচালনায় আয়োজিত হয়। দীর্ঘ ২৩ বছর ধরে এই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার বিকেলে দুর্লভপুর তারা মা চ্যালেঞ্জ ট্রফি রানিং ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো দুর্লভপুর ফুটবল মাঠে। ফাইনাল খেলায় মুখোমুখি লড়াই করে শালতোড়া পঞ্চায়েতে সমিতির ফুটবল টিম বনাম ছাতনা ফ্রেন্ডস অ্যাকাডেমি ফুটবল ক্লাব । টান টান উত্তেজনা মাধ্যমে খেলাটি সমাপ্ত হয়। শালতোড়া পঞ্চায়েতে সমিতির ফুটবল টিম ২-০ গোলে বিজয়ী হয়। জয়ী ও বিজিত দলকে সুদৃশ্য ট্রফি এবং আরো অনেকে পুরস্কার তুলে দেওয়া হয়।
এদিনের এই ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক তথা DTOA এর সভাপতি তথা বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র , বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।
অন্যদিকে টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে ভিড় জমিয়েছিল অগণিত ফুটবলপ্রেমী মানুষজন।