সংবাদদাতা,বাঁকুড়াঃ- “পাখিদের জন্য বাসা, প্রকৃতির জন্য আশা”। এই ভাবনাকে মাথায় রেখে অভিনব উদ্যোগ নিয়েছে বাঁকুড়া উত্তর বন বিভাগের গঙ্গাজলঘাটি রেঞ্জ । পাখি ও ক্ষুদ্র বন্যপ্রাণীদের রক্ষা ও সংরক্ষণে এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে বন দপ্তর।
প্রসঙ্গত, বর্তমান সময়ে শহর তো বটেই শহর সংলগ্ন গ্রাম এমনকি জঙ্গল এলাকাতেই পাখির সংখ্যা কমে যাচ্চে। পাখির কিচির মিচির সেই আওয়াজ আর শোনা যায় না। আর এর জন্য মূলত বৃক্ষনিধন ও বনাঞ্চল সংকোচনকেই দায়ী করছেন পরিবেশবিদরা। যার জেরে পাখি, কাঠবিড়ালি ও অন্যান্য ছোট প্রাণীরা তাদের প্রাকৃতিক আবাসস্থল হারাচ্ছে।
এবার পাখি সহ অন্য ক্ষুদ্র প্রাণীদের জন্য আবাসস্থল বা বাসা তৈরি করে প্রাণী সংরক্ষণের উদ্যোগ নিয়েছে গঙ্গাজলঘাটি রেঞ্জ বনবিভাগ। প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে শতাধিক বিকল্প বাসা। যার মধ্যে রয়েছে মাটির হাড়ি ও কাঠের বাক্স। হাড়ি ও বাক্সের মধ্যে ঘাস ছোট বড় গাছের পাতা ফুল ইত্যাদি দিয়ে প্রাণীদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। যাতে বাসার মধ্যেই প্রকৃতির ছোঁয়া থাকে। এই বাসাগুলি গাছের ডালে টাঙানো হচ্ছে যাতে পাখিরা ডিম পাড়তে পারে এবং শীতের প্রকোপ থেকে আশ্রয় পায়। প্রাথমিকভাবে গঙ্গাজলঘাটি রেঞ্জের প্রায় ৬০ হেক্টর বনভূমিতে এই প্রকল্প চালু হয়েছে।
অন্যদিকে বনদপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। অনেকেই জানান, জনবসতি এলাকায় দিন দিন গাছের সংখ্যা কমে যাওয়ায় পাখিরা সন্ধ্যায়র পর বাড়ির কুঠুরি বা ব্যালকনিতে আশ্রয় নেয়। এই পরিস্থিতি তাদের জন্য বাসা তৈরি করে দিলে পাখি সহ ছোট প্রাণীরা নিরাপদে আশ্রয় নিতে পারবে। পরিবেশবিদদের মতে এর ফলে বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে এই সব ক্ষুদ্র প্রাণীরা, যা প্রকৃতির সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।


















