eaibanglai
Homeএই বাংলায়পরিবেশ রক্ষার বার্তা দিয়ে রাখি উদযাপন

পরিবেশ রক্ষার বার্তা দিয়ে রাখি উদযাপন

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আজ রাখি পূর্ণিমা, ভাই বোনেদের এক অনন্য উৎসব। বোনেরা ভাইয়েদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করছে। তবে বাঁকুড়ার জয়পুরে একবারে অন্যরকমভাবে পালন করা হল এই বিশেষ দিনটি। যেখানে স্কুলের পড়ুয়ারা গাছেদের রাখি বেঁধে পরিবেশ রক্ষার শপথ নিল। জয়পুর রেঞ্জ অফিসের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই অভিনব উৎসবের। বনবিভাগের এই অনন্য উদ্যোগের মূল বার্তা “গাছ বাঁচান, প্রাণ বাঁচান”।

অনুষ্ঠানে বনকর্মীরা জানান, গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ বাঁচলে বাঁচবে মানুষসহ সমস্ত প্রাণীজগৎ। তাই গাছের প্রতি জন্মাতে হবে ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক। এদিন শুধুমাত্র গাছকেই রাখি পরানো হয়নি, পথচলতি মানুষদের হাতেও রাখি বেঁধে মিষ্টিমুখ করানো হয়। সাথে উপহার হিসেবে দেওয়া হয় চারা গাছ, যাতে সকলেই গাছ লাগানোর ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলেন।

বনবিভাগের আশা , এই উদ্যোগ মানুষের মনে গাছের প্রতি ভালোবাসা ও সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেবে এবং প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন করে তুলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments