eaibanglai
Homeএই বাংলায়জঙ্গল কেটে সাফ, হুঁশ নেই বনদপ্তরের

জঙ্গল কেটে সাফ, হুঁশ নেই বনদপ্তরের

সংবাদদাতা,বাঁকুড়াঃ– জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে, অথচ হুঁশ নেই বনদপ্তরের। ঘটনা বাঁকুড়া উত্তর বনবিভাগের গঙ্গাজলঘাটির। প্রসঙ্গত গঙ্গাজলঘাটির গোয়ালডাঙ্গা থেকে উখড়াডিহি যাবার পথে রাস্তার দুই ধারে রয়েছে বিস্তীর্ণ জঙ্গল। বর্তমানে এই জঙ্গল দেখে চোখ কপালে উঠবে সবারই। কারণ সেখানে আর জঙ্গল নেই। গাছহীন জঙ্গল যেন মরুভূমি। অভিযোগ দিনেদুপুরে চলছে গাছ চুরি। গাছ কেটে কেটে নিয়ে যাওয়া হচ্ছে সকলের সামনে দিয়েই।

একদিকে যখন কাড়ি কাড়ি টাকা খরচ করে সরকারের তরফে ‘গাছ লাগান প্রাণ বাঁচান কর্মসূচি’ পালন করে জন সাধারণকে সচেতনার কর্মসূচি চালানো হচ্ছে অন্যদিকে তখন দিনে দুপুরে গাছ চুরি হলেও কোনো পদক্ষেপই নিচ্ছে না প্রশাসন, সম্পূর্ণ উদাসীন বনদপ্তর। এমনটাই অভিযোগ পরিবেশপ্রেমী ও স্থানীয়দের।

ঘটনায় আদৌ কি প্রশসান বা বনদপ্তরের হুঁশ ফিরবে ? প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments