সংবাদদাতা,বাঁকুড়াঃ- চড়ক সংক্রান্তিতে মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়। চড়ক ভেঙ্গে পড়ে আহত হলেন দুই ভক্ত। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার খামারবেড়িয়া গ্রামে।
চড়ক সংক্রান্তিতে গাজন উৎসবের আয়োজন হয়েছিল খামারবেড়িয়া গ্রামে। চড়ক পুজার পর সেই চড়কে পিট ফুঁড়ে দড়ি বেঁধে ভক্তদের ঘোরানো হয় ৷ এই প্রথা বহু প্রাচীন। প্রতিবছরের মতো এবারও খামারবেড়িয়া গ্রামে শিবের গাজনে চড়কে ঘোরার পর্ব চলছিল৷ ভক্তদের ঘোরানোর সময় ঘটে যায় বিপত্তি। আচমকায় চড়কের উপরের থাকা লিগা চরকি তার সাথে বাঁধা বাঁশ সহ ভক্তরা উপর থেকে নিচে পড়ে যান। এই ঘটনায় দুই ভক্ত আহত হন। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ওন্দার সুপার স্পেশালিটি পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিতসার পর রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।





