সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রায়ত হলেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সভাপতি রামকৃষ্ণ মণ্ডল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। শেষ শ্রদ্ধায় নামল মানুষের ঢল।
এদিন তাঁর মরদেহ প্রথমে গঙ্গাজলঘাটি ব্লক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্লকের আধিকারিক, কর্মী সহ বহু সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় গঙ্গাজলঘাটি পঞ্চায়েত কার্যালয়ে। যেখানে পঞ্চায়েতের সদস্যবৃন্দ সহ বহু নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন এক পরিণত অভিভাবক। নেতা কর্মীদের দাবি গ্রাম ঘুরে ঘুরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কখনও পিছপা হননি রামকৃষ্ণবাবু।





