eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় সোনার খনির খোঁজ!

বাঁকুড়ায় সোনার খনির খোঁজ!

সংবাদদাতা,বাঁকুড়াঃ- কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে, বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর গ্রামে সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহেই এই বিষয়টি উল্লেখ করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ। এরপরই বাঁকুড়া জেলায় সোনা পাওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে লেখেন, তাঁর জন্মভূমি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ছোট্ট গ্রাম দুর্লভপুর। অনেক আগেই তিনি এই এলাকায় সমীক্ষা করার কথা বলেছিলেন। অবশেষে সেই সমীক্ষার ফল সামনে এসেছে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক রিপোর্টে দুর্লভপুর গ্রামে সোনা পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তাতে তাঁর গর্বে বুক ভরে যাচ্ছে।

জিএসআই (জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া) এর তথ্য অনুযায়ী, ২০২২–২৩ অর্থবর্ষে বাঁকুড়া জেলার দুর্লভপুর–গঙ্গাজলঘাটি এলাকায় জি-ফোর পর্যায়ের খনিজ অনুসন্ধান চালান হয়েছে। এই সমীক্ষার মূল লক্ষ্য ছিল মাটির নিচে সোনার উপস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা।

প্রসঙ্গত জি-ফোর বা রেকনেসাঁস পর্যায় হল খনিজ অনুসন্ধানের একেবারে প্রাথমিক ধাপ। এই পর্যায়ে কোনও এলাকায় খনিজ থাকার প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু এখান থেকেই সরাসরি খনন বা বাণিজ্যিক উত্তোলন শুরু করা যায় না। বিশেষজ্ঞদের মতে, এই ধাপ সফল হলে ভবিষ্যতে আরও বিস্তারিত অনুসন্ধান—যেমন
জি-থ্রি, জি-টু, জি-ওয়ান পর্যায়ে যাওয়ার পথ খুলে যায়।

স্থানীয়দের মতে বাঁকুড়ার রুখা সুখা মাটিতে সোনার খোঁজ মিললে জেলার আর্থসামাজিক চেহারায় বড় পরিবর্তন আসতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments