eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের

বাঁকুড়ায় আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের

সঙ্গীতা মুখার্জ্জী মণ্ডল, বাঁকুড়া -: দুর্গাপুরের বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. উদয়ন চৌধুরী প্রতিষ্ঠিত ‘উত্তিষ্ঠিত জাগ্রত জাগো নারী’ নামক ট্রাস্ট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই গত কয়েক বছর ধরেই দুর্গাপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করার পাশাপাশি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করে চলেছে। এবারও তার ব্যতিক্রম ঘটলনা।

গত ২৪ শে নভেম্বর সংস্থার উদ্যোগে ও স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় বাঁকুড়ার শালগড়া গ্রামে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে রক্ত পরীক্ষা, ইসিজি, দাঁতের পরীক্ষা, মহিলাদের বিভিন্ন সমস্যা ও অস্থি পরীক্ষা করা হয়। শতাধিক রুগী এই শিবিরে উপস্থিত হয়ে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। জানা যাচ্ছে এখান থেকে যেসব ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে শীঘ্রই সুগার, কোলেস্টেরল, থাইরয়েড সহ অন্যান্য রোগ সংক্রান্ত রিপোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছে দেওয়া হবে।

স্বাস্থ্য শিবিরের আয়োজন করার জন্য স্থানীয় বাসিন্দারা সংস্থার সঙ্গে যুক্ত প্রত্যেকের ভূয়সী প্রশংসা করেন এবং পুনরায় এই ধরনের শিবিরের আয়োজন করার জন্য অনুরোধ করেন। প্রসঙ্গত সংশ্লিষ্ট সংস্থাটি বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্তে একাধিক এই ধরনের শিবিরের আয়োজন করে থাকে। ফলে বহু গরীব মানুষ উপকৃত হন।

শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ তথা সংস্থার সম্পাদক ডা. উদয়ন চৌধুরী, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ তথা সংস্থার সভাপতি ডা. কবিতা বর্মণ চৌধুরী সহ দুর্গাপুরের একজন দন্ত বিশেষজ্ঞ, একজন জেনারেল মেডিসিন ও ফিজিওথেরাপির চিকিৎসক। আগত ব্যক্তিদের সহযোগিতার জন্য সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

ডা. চৌধুরী বললেন, আর্থিক বা অন্যান্য কারণে বহু মানুষ প্যারালাইসিস থেকে শুরু করে আকস্মিক বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার রোগের চিকিৎসা করাতে পারেননা। তারজন্য আমাদের সংস্থা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।

অন্যদিকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ কবিতা দেবী বললেন, আধুনিক হলেও এখনো গ্রামবাংলার বহু কিশোরী থেকে শুরু করে তরুণী সহ অন্যান্য মহিলারা তাদের স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন নয়। অজ্ঞতার জন্য পরে সেগুলো জটিল আকার ধারণ করে। আমরা এইধরনের শিবিরের মাধ্যমে তাদের চিকিৎসার পাশাপাশি রোগ সম্পর্কে সচেতন করার চেষ্টা করি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments