eaibanglai
Homeএই বাংলায়মাছ ধরার জালে ধরা পড়ল বিশাল অজগর

মাছ ধরার জালে ধরা পড়ল বিশাল অজগর

সংবাদদাতা,বাঁকুড়াঃ- নদীতে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ল বিশালাকার অজগর বা ময়াল সাপ। ঘটনা বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের চিলতোড় পঞ্চায়েতের দামদী গ্রামের। স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই দামদী গ্রাম লাগোয়া কংসাবতী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন গ্রামের কয়েকজন মৎস্যজীবী। মাছ ধরার সময় হঠাৎ তারা লক্ষ্যে করেন জালে ভারী কিছু আটকে গেছে। এররই তারা দেখেন জালে আটকা পড়েছে বিশাল এক অজগর সাপ। তড়িঘড়ি জালটিকে টেনে তোলা হয় এবং গ্রামের বিদ্যামন্দিরের মাঠে নিয়ে যাওয়া হয়।

এদিকে সাপ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। ভিড়ের মধ্যে কাউকে সাপের ভিডিও তুলতে তো কাউকে সাপের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। অন্যদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটি প্রায় ৮ ফুট লম্বা ও ১০ কেজি ওজনের। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তাকে নিরাপদে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বনদপ্তরের এক আধিকারিক জানান, ময়াল বা ইন্ডিয়ান রক পাইথন বিষহীন এক শক্তিশালী প্রজাতির সাপ। এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না, বরং নিজের জীবন বাঁচাতেই আত্মরক্ষার চেষ্টা করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments