সংবাদদাতা,বাঁকুড়াঃ– চাল সরবরাহ বন্ধ। ফলে আইসিডিএস সেন্টারে বন্ধ গর্ভবতী মহিলা ও শিশুদের মধ্যে খাবার বিতরণ। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দেউলপাতা আইসিডিএস সেন্টারে। স্থানীয়দের দাবি নভেম্বর মাস থেকে খাবার বিতরণ বন্ধ রয়েছে ওই সেন্টারে। ফলে বঞ্চিত হচ্ছেন এলাকার গর্ভবতী মহিলা ও শিশুরা। জানা গেছে ওই সেন্টারের বর্তমানে ৩৭ জন উপভোক্তা রয়েছেন।
সেন্টারের কর্মীর অবশ্য জানিয়েছেন, মূলত চাল সরবরাহ বন্ধ থাকায় খাবার দেওয়া বন্ধ করতে হয়েছে । তবে নভেম্বরের প্রথম কয়েকদিন শুধু ডিম দেওয়া হলেছিল। পরে তাও দেওয়া বন্ধ হয়ে যায়।
আইসিডিএস মূলত একটি পুষ্টি প্রকল্প, যার মাধ্যমে গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা এবং শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয় যাতে কেউ অপুষ্টিতে না ভোগে। অথচ প্রায় এক সপ্তাহ ধরে সেই খাবার বিতরণই বন্ধ।
এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করেছে। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এই প্রসঙ্গে বলেন, ” এই সরকারের গাফিলতির কারণে বহু আইসিডিএস কেন্দ্রে খাবার দেওয়া বন্ধ রয়েছে। তা সত্ত্বেও দলবদলু বিধায়ক নাকি বলছেন মমতাময়ী মা গর্ভবতী মা ও শিশুদের পুষ্টির ব্যবস্থা করেছেন। তাহলে বাঁকুড়া জেলার অধিকাংশ আইসিডিএস কেন্দ্রে খাবার দেওয়া বন্ধ আছে কেন। এই মিথ্যাচার বন্ধ করুন। “
প্রসঙ্গত গতকালই একটি সভায় কোতুলপুরের বিধায়ককে বলতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্যোগে বাংলার গর্ভবতী মহিলা ও শিশুদের যে পুষ্টিকর খাবার দিয়ে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখা হচ্ছে তা নজিরবিহীন। অথচ তার বিধানসভা এলাকতেই পড়ে দেউলপাতা আইসিডিএস সেন্টার। যেখানে প্রায় গত এক সপ্তাহ ধরে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার গর্ভবতী, স্তনদানকারী মহিলা ও শিশুরা।


















