শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- গত ১৬.১১.২০২৫ তারিখ ভোরে মোবাইল ডিউটির সময় হাটগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সায়েরডিহি গ্রামের জঙ্গলে অবৈধভাবে কাঠ কাটা ও পরিবহনের ঘটনা ধরা পড়ে। দুটি বোলেরো পিক-আপ ভ্যান কাঠে বোঝাই অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের গাড়ি দেখে দুষ্কৃতী ও চালকেরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর, ইন্দপুর থানায় এই নিয়ে একটি নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত হয়। তদন্তে নেমে দুই অভিযুক্ত চালক, রাজেশ বাউরি ও প্রশান্ত সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।
চক্রের বাকি অভিযুক্তদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে। স্থানীয় সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ কাঠ পরিবহনের সঙ্গে জড়িত।



















