eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার তিলাবেদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা

বাঁকুড়ার তিলাবেদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়া রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর তিলাবেদায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনার কবলে পড়েন এক দম্পতি। তাতে মৃত্যু হয় স্বামীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী বাইকে করে বাঁকুড়া থেকে গঙ্গাজলঘাটির দিকে যাচ্ছিলেন। সেই সময় অপর দিক থেকে আসা একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাইককে। সংঘর্ষের জেরে গাড়ির তলায় ঢুকে যায় বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। এবং গুরুতর আহত হন তাঁর স্ত্রী। পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অপরদিকে আহত মহিলাকে সেখানেই ভর্তি করা হয়।

জানা গেছে দুর্ঘটনার পরই ঘাতক মারুতি গাড়ির চালক এলাকা ছেড়ে চম্পট দেন। গাড়ির নম্বর প্লেট দেখে জানা গেছে গাড়িটি পশ্চিম মেদিনীপুরের এবং গাড়িটিতে ডাক্তারের ক্রশ চিহ্ন রয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments