সংবাদদাতা,বাঁকুড়াঃ– সাড়ে ১৩ বিঘা জমির খড়ের পালুইয়ে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পুড়ল বাইক, অল্পের জন্য রক্ষা পেল বসত বাড়ি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ডেওগড়িয়া গ্রামে।
জানা গেছে ডেওগড়িয়া গ্রামে শেখ মনতাজ হোসেন নামের এক কৃষকের বাড়ির পাশের খামারে প্রায় সাড়ে ১৩ বিঘা জমির খড় দুটি জায়গায় পালুই দেওয়া ছিল। আনুমানিক রাত্রি তিনটে নাগাদ ওই কৃষক ঘুম থেকে উঠে দেখেন তার খড়ের পালুই দুটি দাউ দাউ করে জ্বলছে। পাশাপাশি আগুন ধরে গিয়েছে তার মোটর বাইকে। তড়িঘড়ি প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টায় লেগে পড়েন ওই কৃষক। পাশাপাশি খবর দেওয়া হয় সোনামুখী দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় এবং দীর্ঘ প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক শেখ মনতাজ হোসেন । তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে বা কীভাবে এই আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়।