সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজস্থানে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো বাঁকুড়ার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম দীপ বাউরী (১৯)। তাঁর বাড়ি তালডাংরা থানা এলাকার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের কেশাতড়া গ্রামে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে দীন দরিদ্র সংসারের হাল ফেরাতে গ্রামের আরও অনেকের সঙ্গে রাজস্থানের একটি মার্বেল কারখানায় কাজে যোগ দিয়েছিল বছর উনিশের দীপ। সেখানেই দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে কেশাতড়া গ্রামের বাড়িতে এই খবর আসা পরই শোকে ভেঙে পড়েন পরিবারের লোকজন। শোকের ছায়া নামে বাউরী পাড়া জুড়ে। বুধবার গভীর রাতে ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছয়।
মৃতের বাবা লক্ষীকান্ত বাউরী, প্রতিবেশী কালীপদ বাউরীরা জানান, সংসারের অভাব ঘোচাতেই ভূমিহীন পরিবারের সদস্য দীপ উচ্চ মাধ্যমিক পাশ করে রাজস্থানে শ্রমিকের কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু সংসারের হাল ফোরানো দূরের কথা তাঁর বাড়ি ফেরা হলো না। এই পরিস্থিতিতে অসহায় ওই পরিবারটিকে সরকারি সাহায্য়ের আবেদন জানিয়েছেন স্থানীয়রা।





