সংবাদদাতা,বাঁকুড়াঃ- পিকনিক করতে যাওয়ার পথে উল্টে গেল পর্যটকবাহী বাস। ঘটনায় কমবেশি আহত হন অন্তত ১৫ জন পর্যটক। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বাঁকুড়ার ইন্দপুরে।
জানা গেছে এদিন কলকাতার কসবা থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরে পিকনিক করতে যাচ্ছিল পর্যটকদের একটি দল। পথে খাতড়া-বাঁকুড়া রাজ্য সড়কের ইন্দপুরের বাগডিহার কাছে একটি বোলারো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে যায় বাসটি। বাসটিতে মোট ৬৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্য়ে অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।