eaibanglai
Homeএই বাংলায়ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল পরিবারের সকলের

ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল পরিবারের সকলের

সংবাদদাতা,বাঁকুড়াঃ– গুজরাটে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল বাঁকুড়ার শিক্ষক পরিবারের সকলে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরেন্দনগর জেলার সায়লা লিমডি ন্যাশনাল হাইওয়েতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৬ জনরে, আহত ৪ জন।

জানা গেছে বাঁকুড়া জেলায় ইন্দাস থানার কুশমুড়ি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় তাঁর স্ত্রী পুত্র ও আত্মীয় পরিজনের সঙ্গে সম্প্রতি গুজরাট ঘুরতে গিয়েছিলেন। গতকাল সোমবার ভোরে গুজরাট এয়ারপোর্ট থেকে তাদের প্লেন ধরার কথা কথা ছিল। সেই মতো গত রবিবার সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য একটি গাড়ি ভাড়া করে সকলে মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন। শিক্ষক ও তাঁর পরিবার আত্মীয় মিলে মোট ১০ জন ছিলেন গাড়িতে। পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মৃত্যু হয় শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়, তাঁর স্ত্রী রিতা মুখোপাধ্যায় এবং ছেলে ঋতব্রত মুখোপাধ্যায় সহ মোট ছজনের। বাকি চার জনও গুরুতর জখম হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। মৃত ও আহতদের সকলের বাড়ি বাঁকুড়া, বর্ধমান ও আসানসোলে।

অন্যদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে স্তব্ধ দেবব্রতবাবুর আত্মীয় পরিজন, প্রতিবেশী, সহকর্মীরা। এভাবে এক নিমেষে গোটা একটা পরিবার চলে গেল কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না। মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments