সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবারের মাধ্যমিকের মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করল বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। মাধ্যমিকে তাক লাগানো ফল করে সকলকে চমকে দিয়েছেন ঈশানী। ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করার ইচ্ছে রয়েছে বাঁকুড়ার এই কিশোরীর।
সারাদিনে কতঘণ্টা পড়াশুনা করে এই সাফল্য মিলেছে? প্রশ্নের উত্তরে ঈশানী জানিয়েছে ঘণ্টা মেপে পড়ার বদলে রুটিন করে পড়াশোনায় বিশ্বাসী সে। প্রতিদিন নির্দিষ্ট কিছু টপিক বেছে নিয়ে পড়াশুনা শুরু করতো সে। আর সেই পড়া শেষ করতে যতোটা সময় লাগতো ততক্ষণ্টাই পড়াশুনা করতো। পাশাপাশী আগামী মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ঈশানীর টিপস, ভালো রেজান্টের জন্য শুধু হার্ডওয়ার্ক নয়, সঙ্গে স্মার্টওয়ার্কও জরুরি। পড়াশুনার পাশাপাশি অবসরে ছবি আঁকতে ভালবাসে ঈশানী।
যৌথ পরিবারে বড় হয়েছে ঈশানী। বাড়িতে মা-বাবা ছাড়াও রয়েছেন জেঠু, জেঠিমা-সহ আরও অনেকে। বাবা -মা দুজনেই পেশায় শিক্ষক। মা সোনালী চক্রবর্তীর জানালেন তাঁরা কখনওই মেয়েকে কোনো কিছুর জন্য জোর করেন না। কোনো কিছু চাপিয়ে দিতে চান না। মেয়ের পাশে থেকে তাকে এগিয়ে যেতে সাহায্য করে যাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য,আজ সকালে প্রকাশিত হয়েছে ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রথম দশে স্থান পেয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬, শতাংশের নিরিখে ৯৯.৪৬ শতাংশ । যুগ্ম দ্বিতীয় অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় হয়েছে ঈশানী চক্রবর্তী, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩।





