সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিজেপি দল করারা সাজা হিসেবে পুড়িয়ে দেওয়া হল চার বিঘা জমির ধান। এমনটাই অভিযোগ উঠেছে বাঁকুড়ার জয়পুর থানার পদুমপুর গ্রামে। বিজেপির কোতুলপুর মন্ডল ৩-এর শক্তিপ্রমুখ তাপস লোহার-এর বাবা মধুসূদন লোহার অভিযোগ করেছেন, তাঁর ছেলে বিজেপি করার অপরাধে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে চার বিঘা জমির ধানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদুমপুর গ্রামের বাসিন্দা পেশায় কৃষক মধুসূদন লোহার লোকের জমি ভাগে নিয়ে বোড়ো ধান চাষ করেছিলেন। সেই ধান বাড়ির পাশের খামারে পালুই করে রাখা ছিল। গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা সেই ধানে আগুন লাগিয়ে দেয়। ঘুমন্ত অবস্থায় ছিলেন পরিবারের সকলে। ভোরে পাশের বাড়ির এক ব্যক্তি আগুন দেখতে পেয়ে খবর দেন পরিবার ও গ্রামবাসীদের। খবর পেয়ে ছুটে যান স্থানীয়রা, সাবমার্সিবল চালিয়ে আগুন নেভানোর চেষ্টা হলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে সকাল পর্যন্ত ধোঁয়া বেরোতে থাকে পোড়া ধানের পালুই থেকে।
স্থানীয়রা জানান মধুসূদন লোহার দীর্ঘদিন ধরে টিবি রোগে ভুগছেন। নিজের জমি বন্ধক দিয়ে চিকিৎসা চালাচ্ছেন। সারা বছরের অন্নের সংস্থানের আশায় জমি ভাগে নিয়ে ধান চাষ করেছিলেন। কিন্তু আগুনে তা ছাই হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন তিনি ও তাঁর পরিবার।
পুলিশি ঘটনার তদন্ত শুরু করলেও কেউ গ্রেফতার হয়নি। দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।





