সংবাদদাতা,বাঁকুড়াঃ– ঘূর্ণিঝড় দানার প্রভাবে অতি বৃষ্টির ফলে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মির্জাপুর পঞ্চায়েতের হরিরচক গ্রামে কংসাবতী ক্যানেলপাড়ে দেখা দিয়েছে ভাঙ্গন। বৃহস্পতিবার থেকেই ঝোড়ো হাওয়ার সাথে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। যার ফলে কংসাবতী ক্যানেলে ব্যাপক জলস্রোত বাড়ায় মাটির বাঁধ ভেঙে জলপ্লাবণ পরিস্থিতি তৈরি হয় হরিরচক গ্রামে। খবর দেওয়া হয় কোতুলপুর প্রশাসনকে। খবর পেয়ে ঘটনার পরিদর্শনে যান প্রশাসনিক আধিকারিকেরা এবং যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়।
প্রসঙ্গত ঘূর্ণিঝড় দানার জেরে বৃহস্পতিবার ভোর থেকেই বাঁকুড়া জেলা জুড়ে বাড়ে বৃষ্টির পরিমাণ সঙ্গে দমকা হাওয়া। অতি বৃষ্টির জেরে বাঁকুড়া জেলার রাইপুর, সারেঙ্গা, রানিবাঁধ, খাতড়া ব্লকে বেশকিছু মাটির বাড়ির এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।