সংবাদদাতা,বাঁকুড়াঃ- ইস্ট ইন্ডিয়া ক্যারাটে সিলেকশন, ওয়েট ক্যাটাগরি মাইনাস ৬৫, অনূর্ধ্ব ১৩ বিভাগে পদক জয় করে নজর কাড়ল বাঁকুড়ার প্রত্যন্ত ছাতনার ছেলে ঋদ্ধিমান চ্যাটার্জী। সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বরে উৎকল ক্যারাটে বিদ্যালয়ে পূর্বের চার রাজ্য নিয়ে হয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে ঋদ্ধিমান দ্বিতীয় স্থান পেয়ে রুপোর পদক জিতেছে। এবার তার লক্ষ্যে জাতীয় স্তরে সফলতা অর্জন।
ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠের ছাত্র ঋদ্ধিমানের এই ক্যারাটের যাত্রা শুরু হয়েছিল ছাতনাতেই একটি ক্যারাটে একাডেমি থেকে। ঋদ্ধিমানের প্রশিক্ষক সেনসেই আর্যস্মান সরকার জানান বছর ছয়েক আগে তার হাত ধরেই ক্যারাটের যাত্রা শুরু করে তার ছাত্র। ঋদ্ধিমানের বাবা অনিমেষ চ্যাটার্জী জানান, ছেলেকে ক্যারাটে ক্লাসে ভর্তি করার মূল উদ্দেশ্য ছিল শরীর চর্চা ও আত্মরক্ষা। তবে আর্য স্যারের প্রশিক্ষণে ঋদ্ধিমান ধীরে ধীরে নানা প্রতিযোগিতায় সফলতা পেতে শুরু করে। ঋদ্ধিমানের বাবা মার বিশ্বাস জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও সফল হবে তাদের ছেলে।
ঋদ্ধিমানের প্রশিক্ষক সেনসেই আর্যস্মান সরকার জানান, আগামী ডিসেম্বরে, দিল্লী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের প্রতিযোগিতা। প্রশিক্ষক থেকে জেলাবাসী সবারই আশা জাতীয় স্তরে সফলতা অর্জন করে লাল মাটির এই জেলার নাম উজ্জ্বল করুক ঋদ্ধিমান।


















