সংবাদদাতা,বাঁকুড়াঃ- বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটে খাতড়া-রানিবাঁধ রাজ্য সড়কের ওপর খাতড়া থানার অন্তর্গত সাহেববাঁধ মোড় ও কেচন্দা হাই স্কুলের মাঝামাঝি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন বাইক চালক যুবক। এরপরই পিকআপ ভ্যানটি যুবককে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক যুবকের। প্রত্যক্ষদর্শীরা জানান বাইকে একজন আরোহীও ছিলেন। তবে তিনি অল্প আঘাত পেয়ে প্রাণে বেঁচে যান।
দুর্ঘটনার খবর পেয়ে খাতড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ও আহত যুবককে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে বলে জানা গেছে।


















