সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। শুক্রবার সাত সকালে সুপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় দু’জন চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান সুপুরের কাছে খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের কিছুটা দূরে খাতড়া গামী একটি দুধের ভ্যান ও বাঁকুড়া গামী একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ভ্যান ও বাস দুটি গাছে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুটি গাড়ির গতিবেগই বেশি ছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়েরা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খাতড়া মহকুমা হাসপাতালে পাঠান।
অন্যদিকে এই দুর্ঘটনার পর রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।















