eaibanglai
Homeএই বাংলায়শিল্পের জমিতে প্রোমোটারির অভিযোগ, বিজেপি ও তৃণমূলের আন্দোলনের হুঁশিয়ারি

শিল্পের জমিতে প্রোমোটারির অভিযোগ, বিজেপি ও তৃণমূলের আন্দোলনের হুঁশিয়ারি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- শিল্পের জন্য অধিকৃত জমিতে প্রোমোটারির অভিযোগ। যা নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের দেশবাঁধ এলাকা। বিজেপি ও তৃণমূল দুপক্ষই শিল্পের জমিতে শিল্পের দাবিতে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে। যদিও বিজেপি এই দুর্নীতির সঙ্গে শাসকদলের যোগের অভিযোগ এনেছে। অন্য দিকে তৃণমূল অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে। আবার এলাকার কৃষকরা তাঁদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

প্রসঙ্গত আশির দশকে বাম আমলে দেশবাঁধ এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে স্থানীয় কৃষকদের কাছ থেকে কয়েকশো বিঘা জমি অধিগ্রহণ করে একটি বেসরকারি সার কারখানা তৈরি হয়েছিল। কারখানা তৈরি হলে স্থানীয়দের কর্মসংস্থান হবে সেই আশায় অত্যন্ত কম দামে জমি দেন ওন্দা ব্লকের খামারবেড়িয়া, পুঞ্চা, দামোদরবাটি সহ আশপাশের আট থেকে দশটি গ্রামের কৃষকেরা। আশির দশকের শেষ দিকে ওই জমিতে কারখানা স্থাপন করে সার উৎপাদন শুরু হয়। কাজও পান এলাকার কয়েকশো মানুষ। কিন্তু এক দশক যেতে না যেতেই বিভিন্ন কারনে সেই কারখানায় তালা পড়ে। ধীরে ধীরে কারখানার যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায় । ধীরে ধীরে কারখানার সীমানা পাঁচিলও ভেঙে পড়ে ও কারখানার ওই জমি ঢাকা পড়ে যায় ঝোপঝাড়ে।

সম্প্রতি সেই জমিতে ঝোপঝাড় সাফাই এর কাজ শুরু হওয়ায় স্থানীয়রা খোঁজখবর শুরু করেন। স্থানীয়রা জানান জেসিবি মেশিন দিয়ে এলাকা পরিস্কারের কাজ শুরু হয়েছে। দাবি সেখানে কর্মরত কর্মীদের মারফত তাঁরা জানতে পারেন প্লট করে বিক্রি করা হবে ওই জমি। এরপরই ক্ষোভ দানা বাঁধে।

এরই মধ্যে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ অভিযোগ করেন শিল্পের নামে নেওয়া জমি তৃণমূলের মদতে প্রোমোটারদের হাতে তুলে দিয়ে প্লট করে বিক্রি করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রোমোটারি নয়, শিল্পের জমিতে শিল্পই করতে হবে। প্রয়োজনে আন্দোলনে নামবে বিজেপি।”

এদিকে, পাল্টা অবস্থান নিয়েছে তৃণমূলও। ওন্দা তৃণমূল ব্লক সভাপতি উত্তম কুমার বলেন, “আমরা পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী শিল্পের জমিতে শিল্পই চাই, প্রোমোটারি নয়। তবে এই দুর্নীতির সাথে তাঁদের দলের কোনো যোগ নেই বলেও দাবি করেন তিনি।” তিনি পাল্টা সৌমিত্র খাঁকে তোপ দেগে বলেন, “উনি বোধহয় খবর পেয়েছিলেন আমরা আন্দোলনে নামছি, তাই তড়িঘড়ি ওই বিষয়ে বাইট দিয়েছেন। উনি খোঁজ নিয়ে দেখুন ওনার দলের কেউ এই দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা।”

অন্যদিকে ঘটনায় ক্ষুব্ধ জমি দেওয়া কৃষকরাও । তাঁরা জানান, শিল্পের স্বার্থে কম দামে জমি দিয়েছিলেন। এখন সেই জমিতে শিল্প না হয়ে চড়া দামে প্লট বিক্রি হলে তা মেনে নেওয়া যাবে না। তাঁদের দাবি, জমিতে শিল্প স্থাপন না হলে জমি ফিরিয়ে দিতে হবে, নতুবা বৃহত্তর আন্দোলন হবে।

অন্যদিকে সাংবাদিকরা এবিষয়ে বির্তকিত এলাকায় খোঁজ খবরতে গেলে এলাকার কর্মীরা জানান যিনি জমির মালিক তিনি এলাকাটি পরিস্কার করাছেন। এর বেশি তারা কিছু জানেন না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments