সংবাদদাতা,বাংকুড়াঃ- বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের ন’টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে হাওয়া অফিস। সেই পূর্বাভাস মিলিয়ে এদিন দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে। সেই সময় বাঁকুড়ার সারেঙ্গায় মাঠে চাষের কাজ করছিলেন সারেঙ্গার কুলডিহা গ্রামের বাসিন্দা বছর ৫৩-র কৈলাস দুলে। বৃষ্টি চলাকালীন হঠাৎ বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে এলাকা। বজ্রপাতের জেরে মাঠেই অচৈতণ্য হয়ে পড়ে যান কৈলাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে এই নিম্নচাপের জেরে সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।মঙ্গলবার এবং বৃহস্পতিবার দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।





