সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রতিবছরই মাধ্যমিক উচ্চমাধ্যমিকে ভাল ফল করে বাঁকুড়া জেলার ছাত্র ছাত্রীরা। এবারও মাধ্যমিক পরীক্ষার ফল বের হতেই দেখা গেল বাঁকুড়া জেলায় জয়জয়কার। এই বছর মাধ্যমিকের মেধা তালিকার প্রথম ১০-এ রয়েছে মোট ৬৬ জন ছাত্রছাত্রী। তার মধ্যে বাঁকুডা জেলা থেকে এই তালিকায় স্থান পেয়েছে ৬জন।
তালিকায় আছে বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল। দ্বিতীয় স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৪। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। তৃতীয় স্থানেও রয়েছে বাঁকুড়ারই এক মেয়ে। বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা,সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্ত্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ভবিষ্যতে সে পদার্থ বিদ্য়া নিয়ে গবেষণা করতে চায়। মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে বাঁকুড়ার প্রনবান্দপল্লী এলাকার বাসিন্দা জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়। তার প্রাপ্ত নাম্বার ৬৯০। বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলের এই কৃতী ছাত্র আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। সপ্তম স্থানেও রয়েছে বাঁকুড়ার এক কন্যা, দেবাদ্রিতা চক্রবর্তী। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৬৮৯। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের নতুনডিহী গ্রামে বাড়ি হলেও দেবাদ্রিতার পরিবার বাঁকুড়ার সার্কাস ময়দান এলাকায় ভাড়া থাকে।
ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। মেধা তালিকার অষ্টম থানেও রয়েছে খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ের (উঃ মাঃ) ছাত্র সৌপ্তিক মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। আগামী দিনে চিকিৎসক হওয়া লক্ষ্য বলে জানিয়েছে সৌপ্তিক। মেধা তালিকার নবম স্থানেও জায়গা করে নিয়েছে জেলার আরেক ছাত্রী বাঁকুড়ার মিশন গার্লস হাইস্কুলের অরিত্রী মন্ডল। প্রাপ্ত নম্বর ৬৮৭। বরাবরই মেধাবী এই ছাত্রী। বায়োলজি নিয়ে পড়াশোনা করে আগামী দিনে চিকিৎসক হয়ে, মানুষের সেবায় ব্রতি হতে চায় এই কৃতী ছাত্রী।
এবারের মাধ্যমিকে মোট পাশের হার ৮৬.৫৬ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%)। তার পর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। বাঁকুড়া জেলার পাশের হার ৭৭.৭০ শতাংশ। এবারের মাধ্য়মিক পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন ছাত্র ছাত্রী।





